স্ক্রিন প্রিন্টিং মেস কাউন্টিং
স্ক্রিন প্রিন্টিং মেস কাউন্টিং
আমাদের মাঝে অনেকেই আছেন যারা
অনেক দিন যাবৎ স্ক্রিন প্রিন্টিং এ কাজ করতেসি কিন্ত এখনও মেস কাউন্টিং ভালোভাবে
বুজি না উদাহরণ হিসাবে ১৫০T মেস & ৭৭ মেস এর কথা বলা যেতে কেন ১৫০
এর সাথে T ব্যাবহার করা হলো এবং কেন ৭৭ এর T ব্যাবহার করা হলো না।
আমার এই লেখা শুধমাত্র তাদের জন্য এবং আমি আশা করব আজকের পর থেকে আপনাদের এই
সম্যসা আর থাকবে না
সাধারণত কোন মেস এর প্রতি ইঞ্চি২
বা প্রতি সি.মি২ এরিয়ার মধ্যে যতগুলো থ্রেড বা সুতা অথবা যতগুলো
ফাঁকা জায়গা থাকে তার সংখ্যাই হচ্ছে ওই মেসের মেস নাম্বার। যেমন ৪৭টি মেস বলতে
বোঝাই প্রতি ইঞ্চি২ তে ৪৭ টি সুতা বা ফাঁকা জায়গা আছে।
স্ক্রিনপ্রিন্টিং এর জন্য বাজারে যে সমস্ত মেস পাওয়া যায়, মেস কাউন্টিং এর উপর ভিত্তি করে তা সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন নাম্বার এর সাথে T যুক্ত এবং শুধমাত্র নাম্বার।যেমন- ১২০T ,১৫০,৪৭T ইত্যাদি
অর্থাৎ
# মেস কাউন্টিং এরিয়া সি.মি২ এ কাউন্ট করলে তাদের নাম্বার এর সাথে T যুক্ত থাকে
#মেস কাউন্টিং এরিয়া
ইঞ্চি২ তে কাউন্ট করলে তাদেরকে শধুমাত্র নাম্বার দ্বারা প্রকাশ করা হয়
যেমন:- ৪৭T মেস কে শধুমাত্র নাম্বার দ্বারা প্রকাশ করলে দাঁড়ায়
Þ৪৭X ২.৫৪=১১৯.৩৮@১২০মেস (যেহেতু ১ ইঞ্চি =২.৫৪সি.মি )
আবার ১২০ মেস কে T দ্বারা প্রকাশ করতে হলে
Þ১২০÷২.৫৪ = ৪৭.২৪ T =৪৭T (যেহেতু ১ ইঞ্চি =২.৫৪সি.মি )
অর্থাৎ সংখ্যা+T যুক্ত মেস কে শুধমাত্র
সংখ্যায় বা প্রতি ইঞ্চি তে প্রকাশ করতে ২.৫৪ দ্বারা গুন করতে হবে এবং শুধমাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত
মেস কে ২.৫৪ দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলের সাথে T যুক্ত করে মেস নাম্বার উল্লেখ করতে হবে বা প্রতি সি.ম.
এ থ্রেড সংখ্যা পাওয়া যাবে।
যেমন
Þ৪৭T X২.৫=১১৯.৩৮ এবং Þ ১১৯.৩৮ ÷২.৫= ৪৭T
Þ৭৭T X২.৫=১৯৫.৫৮ এবং Þ ১৯৫.৫৮ ÷২.৫= ৭৭T
Þ১৫০T X২.৫৪=৩৮১ এবং Þ ৩৮১ ÷ ২.৫= ১৫০T
👉স্ক্রিন প্রিন্টিং জব সারকুলার
কোন মন্তব্য নেই
Pls